নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম পৌর মেয়রের কলেজ পড়–য়া মেয়ে উইম্যান এন্ড ই-কমার্স ট্রাস্টের (উই) মডারেটর ও অভিজাত বস্ত্রালয় সুহাসিনী’র স্বত্বাধিকারী তাহসিন বারী সুহা’র ব্যক্তিগত অর্থায়নে শীতবস্ত্র পেলেন পৌরসভার ৯টি ওয়ার্ডের পাঁচশ’ দুস্থ মানুষ।
মঙ্গলবার রাতে পৌর মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উদ্যোক্তা তাহসিন বারী সুহা শীতার্ত মানুষদের হাতে চাদর তুলে দেন। এ সময় মেয়র মাজেদুল বারী নয়ন ও মেয়র পত্নী রত্না বানু উপস্থিত ছিলেন। এ সময় দুস্থ মানুষেরা শীতবস্ত্র পেয়ে আবেগ-আপ্লুত কন্ঠে তাহসিন বারী সুহা ও তার পরিবারের জন্য দোয়া করেন।
উল্লেখ্য, উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়–য়া তাহসিন বারী সুহা তার নিজস্ব প্রতিষ্ঠান সুহাসিনীর লভ্যাংশ থেকে ব্যাক্তিগত উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করেন।
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম পৌর মেয়র কন্যার ব্যক্তিগত অর্থায়নে ৫শ’ নারী-পুরুষ শীতবস্ত্র পেলেন
আরও দেখুন
সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের
নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …