নীড় পাতা / জেলা জুড়ে / বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত 

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত 

নিজস্ব প্রতিবেদক, নাটোর:

নাটোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মিরা। আজ মঙ্গলবার সকালে শহরের কাঁদিভিটাস্থ আওয়ামী-লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন এক মিনিট নিরবতা পালন এবং বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মালেক শেখ, জেলা আওয়ামী লীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোর্তজা আলী বাবলুসহ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

 পরে এক আলোচনা সভা শেষে গরীব ও দুস্থ শীতার্তদের মাঝে এক হাজার কম্বল বিতরণ করা হয়।এছাড়া প্রতিটি উপজেলায় একইভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।

আরও দেখুন

নাটোরে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক পূর্ব শত্রুতার জেরে নাটোরে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। …