নিজস্ব প্রতিবেদক:
নাটোরে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী হাসান আলীকে গ্রেফতার করেছে র্যাব। ৯ জানুয়ারি (সোমবার ) দুপুর পৌনে তিনটার দিকে উপজেলার দত্তপাড়া এলাকা থেকে গ্ৰেফতার করে তারা।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যে ও বিশেষ প্রযুক্তির ভিত্তিতে র্যাব-৫সিপিসি-২’র কোম্পানী অধিনায়ক ফরহাদ হোসেন ও কোম্পানী উপ অধিনায়ক সহকারী রফিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে সদর উপজেলার দত্তপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হাসান আলী (৪৮) গুরুদাসপুর উপজেলার চাচকৈড় গারিসাপাড়া এলাকার আরশেদ আলীর ছেলে। উল্লেখ্য যে গ্রেফতারকৃত আসামী হাসান আলী (৪৮) নাটোর জেলার গুরুদাসপুর থানার ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। পরে গ্রেফতারকৃত হাসান আলীকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …