সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে আ.লীগ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে আ.লীগ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: 

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোঃ আব্দুল ওদুদ।

আজ বুধবার দুপুর ১২ টার সময় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এ.কে.এম গালিভ খাঁনের নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, উপ-দপ্তর সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সদস্য এমরান ফারুক মাসুম, শহীদুল হুদা অলক, গোলাম শাহনেওয়াজ অপু, সাবেক ছাত্রলীগ নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান তোতা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফাইজার রহমান কনকসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে মনোনয়নপত্র জমা দেয়ার পর নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওদুদ সাংবাদিকদের বলেন, এই নির্বাচনে আওয়ামীলীগের কিছু নেতাকর্মীরা ষড়যন্ত্র চলাচ্ছে তাই সকলকে ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান।

তিনি আরো বলেন, নির্বাচিত হলে তার রেখে যাওয়া অসমাপ্ত উন্নয়ন কাজ আবারও শুরু করবেন।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর বিএনপি’র দলীয় ৬ সংসদ সদস্য পদত্যাগ করায় তাদের আসন শূন্য ঘোষণা করা হয়। এরমধ্যে আগামী ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …