সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জে আ.লীগের মনোনয়ন পাওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত আব্দুল ওদুদ

চাঁপাইনবাবগঞ্জে আ.লীগের মনোনয়ন পাওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত আব্দুল ওদুদ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের আ.লীগের নৌকার মনোনয়ন পাওয়ায় জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নৌকার মাঝি আব্দুল ওদুদ কে ফুলের শুভেচ্ছায় সিক্ত করেছে জেলাবাসী।

আজ সোমবার (০২ জানুয়ারী) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলার দ্বারিয়াপুর এলাকায় আওয়ামীলীগের নেতাকর্মীরা ও সাধারণ মানুষ উপস্থিত হয়ে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছে আব্দুল ওদুদকে।

পরে জেলা শহরের প্রধান প্রধান সড়ক মটরসাইকেল শোভাযাত্রা প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে গিয়ে মিলিত হয়। সেখানে নেতাকর্মীদের নিয়ে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আব্দুল ওদুদ।

নৌকা প্রতীকে ভোট চেয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন সাবেক এমপি আব্দুল ওদুদ।

এদিকে গত ডিসেম্বরে ১১ তারিখে চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের এমপি হারুনুর রশিদ পদত্যাগ করায় এ আসনটি শূণ্য ঘোষনা করা হয়। শূণ্য আসনে আগামী ১ লা ফেব্রুয়ারী উপনির্বাচন অনুষ্ঠিহ হবে।

আরও দেখুন

লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …