নিজস্ব প্রতিবেদক:
নাট্যকলা, চারুকলা, সংগীত, সৃজনশীল সংগঠক ও সংগঠনসহ শিল্পকলার বিভিন্ন অঙ্গনে অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান করেছে জেলা শিল্পকলা একাডেমী।
আজ শুক্রবার বিকেল চারটায় রাণী ভবানী রাজবাড়ি চত্বরে সম্মাননা হিসেবে প্রাইজমানি, মেডেল এবং সনদ প্রদান করা হয়। করোনা সংক্রমণ পরিস্থিতির কারনে বিগত ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত সৃজনশীল ১৮ গুণী ব্যক্তি এবং দুইটি সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়।
জেলা প্রশাসক এবং জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি শামীম আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মাননাপ্রাপ্ত যুগ্ম সচিব ও চারুকলা শিল্পি মোঃ আব্দুল আওয়াল, সম্মাননাপ্রাপ্ত সৃজনশীল সাংস্কৃতিক গবেষক সমর পাল, চারুকলার সম্মাননাপ্রাপ্ত ড. মোঃ আব্দুস সাত্তার এবং সৃজনশীল সাংস্কৃতিক সংগঠক ফরিদুল হক রেন্টু।
জেলা কালচারাল অফিসার মোঃ আব্দুল রাকিবিল বারী অনুষ্ঠানের কার্যক্রম পরিচালনা করেন।