শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / বগুড়া-৪ আসনে রানাকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ার দাবি জানিয়েছেন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

বগুড়া-৪ আসনে রানাকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ার দাবি জানিয়েছেন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

 নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে আসন্ন উপনির্বাচনে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ‘আনোয়ার হোসেন রানাকে’ আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান।

উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক বলেন, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জাতীয় সংসদ উপনির্বাচন আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আমরা সবাই আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছি। দীর্ঘদিন যাবৎ এই আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য না থাকায় আমরা উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি। আওয়ামী লীগ ছাড়া কেউ জনগণের পাশে দাঁড়ায় না। যেমন নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা করোনাকালীনসহ বিভিন্ন সময়ে উপজেলার সাধারণ মানুষের পাশে ছিলেন। তার একমাত্র আশা এলাকার উন্নয়ন করা। কিন্তু ব্যক্তি উদ্যোগে আর কতটুকু সম্ভব? সেক্ষেত্রে তিনি জনপ্রতিনিধি নির্বাচিত হলে মানুষের কল্যাণে কাজ করা আরও সহজ হবে। এ প্রত্যাশা থেকেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষনের জন্যই এই সংবাদ সম্মেলন।

তিনি আরও বলেন, ভোট আসে ভোট যায় মানুষের উন্নয়ন হয় না। নেতা আসে নেতা যায় নন্দীগ্রামের তেমন কোনো উন্নয়ন হয় না। দল আসে দল যায় আওয়ামী লীগের মত কেউ পাশে দাঁড়ায় না। এটাই কঠিন বাস্তবতা। আওয়ামী লীগই পারে নন্দীগ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাতে। তাই আসন্ন জাতীয় সংসদ উপনির্বাচনে আমরা সবাই আওয়ামী লীগের প্রার্থী চাই। সেক্ষেত্রে আনোয়ার হোসেন রানার কোনো বিকল্প নেই।

আনোয়ার হোসেন রানা জেলা পরিষদের সদস্য থাকাকালীন অনেক উন্নয়ন মূলক কাজ করেছেন। তিনি দলবাজি করে কোনো অর্থ রোজগার করে নাই। সে জনসেবাকেই নিজের ব্রত বলে মনে করেন। তাই আসুন আমরা সবাই মিলে নন্দীগ্রামের উন্নয়নের স্বার্থে এক হই। সৎ, যোগ্য ও কর্মঠ ব্যক্তিকে মূল্যায়ন করে এলাকার উন্নয়ন নিশ্চিত করি। আমরা সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আনোয়ার হোসেন রানাকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার দাবি জানাচ্ছি।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন আহমেদ ও সাধারণ সম্পাদক শুভ আহমেদ প্রমুখ।

আরও দেখুন

তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে:দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,গতানুগতিক রাজনীতির বাইরে তারেক …