নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়ার নন্দীগ্রামে চূড়ান্ত ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের কুমিড়া পন্ডিতপুকুর টাইগার ক্লাবের আয়োজনে কুমিড়া পন্ডিতপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে জালাল উদ্দিন মন্ডল স্মৃতি স্মরণে চূড়ান্ত ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত ফুটবল প্রতিযোগিতায় বগুড়ার আলামিন ক্রীড়া চক্র ফুটবল দলকে ২-০ গোলে পরাজিত করে নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুরের আরাফাত এন্টারপ্রাইজ ফুটবল দল জয়লাভ করে। পরে ভাটরা ইউপি চেয়ারম্যান এবং কুমিড়া পন্ডিতপুকুর টাইগার ক্লাবের সভাপতি মোরশেদুল বারীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম পৌরসভার মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মুকুল হোসেন, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য শামীমা আক্তার মুক্তা, সাবেক চেয়ারম্যান তৌফিকুল ইসলাম রানা, কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ফিরোজ কামাল ফারুক, কুমিড়া পন্ডিতপুকুর বাজার বণিক সমিতির সভাপতি মাহফুজার রহমান ও কুমিড়া পন্ডিতপুকুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল খালেক প্রমুখ।
আরও দেখুন
লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …