শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / দুপচাঁচিয়ায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা

দুপচাঁচিয়ায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা

নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া- বগুড়া:
‘সময় মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি, শিশু ও মাতৃ স্বাস্থ্যের হবে উন্নতি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়ায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীর সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকারিয়া হোসেনের পরিচালনায় এ এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাছরিন পারভিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আওফি, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলাম, সাখাওয়াত হোসেন মল্লিক, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইউনুছ আলী, ইউনিয়ন উপসহকারী স্বাস্থ্য কর্মকর্তা অলোক কুমার সরকার, ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুল ওহাব, ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারী আফরোজা বেগম প্রমুখ। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সহ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …