বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে শহীদ মুক্তিযোদ্ধাদের গণকবর জিয়ারত

লালপুরে শহীদ মুক্তিযোদ্ধাদের গণকবর জিয়ারত

 

নিজস্ব প্রতিবেদক, লালপুর:

নাটোরের লালপুরে বিভিন্ন এলাকায় গণকবর পরিদর্শন সহ জিয়ারত এর মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করেছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলে অবস্থিত শহীদ সগারে ১৯৭১’ সালের ৫ মে পাক হানাদার বাহিনীর গুলিতে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত এর মাধ্যমে কর্মসূচি শুরু করা হয় বলে জানা গেছে।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক,বীর মুক্তিযোদ্ধা নাঈম উদ্দিন,বীর মুক্তিযোদ্ধো কে,এম শাহাদাত ঈমাম রঞ্জু,বীর মুক্তিযোদ্ধা সামসুল হক,বীর মুক্তিযোদ্ধা বয়েত উল্লাহ,নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল আজম,উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী,উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি দেবাশীষ বসাক প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …