নিজস্ব প্রতিবেদক, রাণীনগর- নওগাঁ:
নওগাঁর রাণীনগরে একটি গভীর নলকূপের তিনটি বৈদ্যতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার একডালা ইউনিয়নের যাত্রাপুর পূর্ব মাঠ থেকে এই চুরি সংঘটিত হয়।
বরেন্দ্র বহুমূখী উন্নয়ন প্রকেল্পর আওতায় পরিচালিত গভীর নলকূপের ম্যানেজার যাত্রাপুর গ্রামের সুরেন্দ্রনাথের ছেলে গজেন্দ্রনাথ সরকার বলেন,মাঠে চলতি রবি শস্য মৌসুমে আলু,সরিষা ও ধানের বীজতলায় পানি সেচের জন্য গভীর নলকূপ চালু রাখা হয়েছিল। হঠাৎ করেই মঙ্গলবার রাতে চোরেরা নলকূপের তিনটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। তবে ওই রাতে নলকূপে কোন পাহাড়াদার ছিলনা বলে জানান তিনি। বুধবার সকালে নলকূপে গিয়ে চুরির ঘটনা জানতে পারেন জানিয়ে ম্যানেজার গজেন্দ্রনাথ সরকার আরো বলেন, এঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হবে ।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন,ট্রান্সফরমার চুরির বিষয়ে আমাকে কেউ জানায়নি।তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।