বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত 

বড়াইগ্রামে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত 

 

নিজস্ব প্রতিনিধি, বড়াইগ্রাম নাটোর:

নাটোরের বড়াইগ্রামে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মুক্তিযুদ্ধ চেতনায় সমৃদ্ধ সাংবাদিক সংগঠন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের উদ্যোগে বনপাড়াস্থ প্রেসক্লাব হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি অমর ডি কস্তা’র সভাপতিত্বে ও সহ-সম্পাদক দেলোয়ার হোসেন লাইফের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বনপাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে প্রবীণ ব্যক্তিত্ব কবি-সাহিত্যিক-সাংবাদিক  লুৎফর রহমান, কবিরত্ন উপাধিপ্রাপ্ত প্রবীণ সাংবাদিক আব্দুল আলিম মাস্টার এবং অন্যদের মধ্যে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পিকেএম আব্দুল বারী, প্রচার প্রকাশনা সম্পাদক মোঃ শাহাবুদ্দিন ইসলাম,  সহ-সম্পাদক  সুরুজ আলী ও অর্থ বিষয়ক সম্পাদক মোঃ কায়েস উদ্দিন,   সদস্য পারুল আক্তার প্রমূখ বক্তব্য রাখেন।

শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। আলোচনা সভায় প্রেসক্লাবের সকল সাংবাদিক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলে

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …