শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোরের গুরুদাসপুরে ভেজাল গুড়ের কারখানায় ভোক্তা অধিকারের অভিযান- জরিমানা

নাটোরের গুরুদাসপুরে ভেজাল গুড়ের কারখানায় ভোক্তা অধিকারের অভিযান- জরিমানা

 

  নিজস্ব প্রতিবেদক:

নাটোরের গুরুদাসপুরে ভেজাল গুড়ের কারখানায় বিশেষ ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল ১১ ডিসেম্বর রবিবার রাত পৌনে আটটার দিকে উপজেলার চাঁচকৈড় বাজারে দুটি ভেজাল গুড় কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দুটি কারখানাকে এক লক্ষ বিশ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে ৯০০০ কেজি ভেজাল গুড় ও ১৮ হাজার লিটার ভেজাল চিনির সিরাপ জব্দ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১১ ডিসেম্বর রবিবার রাত পৌনে আটটার দিকে র্যাবের সহযোগিতায় গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভেজাল গুড়, সংরক্ষণ ও বিক্রয় করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য-দ্রব্য উৎপাদন এর অভিযোগ মেসার্স ভাই ভাই গুড় কারখানার মালিক দেলোয়ার হোসেন কে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ৩৭ এবং ৪৩ ধারায় এক লক্ষ টাকা এবং “মেসার্স আজিজ সোনার” গুড় কারখানার মালিক সুজন সোনাকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ৪৩ ধারায় বিশ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর এর নির্দেশক্রমে জব্দকৃত ভেজাল উপাদান সমূহ ধ্বংস করা হয়।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …