শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বনপাড়া পৌর ও দুই ইউপি নির্বাচন তিন চেয়ারম্যান প্রার্থীসহ ১২ জনের মনোনয়ন পত্র প্রত্যাহার

বনপাড়া পৌর ও দুই ইউপি নির্বাচন তিন চেয়ারম্যান প্রার্থীসহ ১২ জনের মনোনয়ন পত্র প্রত্যাহার


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভা এবং জোয়াড়ী ও মাঝগাঁও ইউপি নির্বাচনে তিন জন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ১২ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। শনিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তারা এসব মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আনোয়ারুল হক জানান, জোয়াড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে জাতীয় পার্টির প্রার্থী আব্দুল কাদের ও বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আবু ইউনুস আনোয়ার এবং মাঝগাঁও ইউনিয়নে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আব্দুস সামাদ মনোনয়ন প্রত্যাহার করেছেন।

বনপাড়া পৌরসভার কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ৯ নং ওয়ার্ডে কার্তিক চন্দ্র ও আব্দুল জলিল এবং ৫ নং ওয়ার্ডে আলমগীর হোসেন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। জোয়াড়ী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে মামুনুর রশীদ ও ৯ নং ওয়ার্ডে রমজান আলী এবং মাঝগাঁও ইউনিয়নের ২ নং ওয়ার্ডে আবুল কালাম আযাদ ও শাহ আলম, ৭ নং ওয়ার্ডে বজলুল হক মোল্লা ও ৯ নং ওয়ার্ডে শামীম উদ্দিন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।
উল্লেখ্য, আগামী ২৯ ডিসেম্বর বনপাড়া পৌরসভাসহ দুটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও দেখুন

বন্ধ চিনি কলের মধ্যে অন্তত ১ টি হলেও চালু করবে সরকার- আদিলুর রহমান খান

নিজস্ব প্রতিবেদক,,,,,, বর্তমান সরকার সকল কিছুর পরিবর্তন করে দিবে সেটা সম্ভব না। শুক্রবার ( ১৫নভেম্বর) …