বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / লালপুরে ফেসবুকে ভিডিও ভাইরাল দুই প্রতিবন্ধীর বাড়িতে হুইল চেয়ার নিয়ে ছুটে গেলেন -এমপি বকুল

লালপুরে ফেসবুকে ভিডিও ভাইরাল দুই প্রতিবন্ধীর বাড়িতে হুইল চেয়ার নিয়ে ছুটে গেলেন -এমপি বকুল

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরে একটি ফেইসবুক পেইজ থেকে ভাইরাল হওয়া দুই প্রতিবন্ধী শিশুর বাড়িতে হুইল চেয়ার নিয়ে ছুটে গেলেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

বুধবার সন্ধ্যায় উপজেলার ১ নং লালপুর ইউনিয়নের লালপুর কলেজ মোড় এলাকার ভাইরাল দুই প্রতিবন্ধী শিশুকে নিজস্ব অর্থায়নে দুটি হুইল চেয়ার বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ.স.ম মাহমুদুল হক মুকুল, গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আকতার, স্থানীয় আওয়ামী লীগ নেতা নাজমুল হোসেন প্রমুখ।

এর আগে উপজেলার জৈতদৈবকী গ্রামের প্রতিবন্ধী শিশু অনিকের(১১) জন্য একটি হুইল চেয়ারের আকুতি বাবা-মায়ের এমন একটি ভিডিও প্রকাশ করে নাটোর প্রতিদিন নামের একটি ফেসবুক পেইজ। সেই ভিডিও দেখেই প্রতিবন্ধী অনিক সহ একই গ্রামের অমল কুমার কর্মকারের ছেলে আরেক প্রতিবন্ধি শিশু অর্নবকে হুইল চেয়ার প্রদান করেন।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …