নিজস্ব প্রতিবেদক, নাটোর:
নিখোঁজের ১৪ দিন পর নাটোরের নলডাঙ্গায় আখের জমি থেকে রেজাউল করিম নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার মির্জাপুর দিঘা গ্রামের আখের জমিতে মরদেহটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহত রেজাউল করিম নশরতপুর (কৃষ্ণপুর) গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং পেশায় তিনি ছিলেন সাইকেল মেকার। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ও স্থানীয়রা জানায়, গত ২১ নভেম্বর রেজাউল বাড়ী থেকে বের হয়ে বাজারে তার দোকানে যায়। এরপর সে রাতে বাড়ী না ফিরলে বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুজি শুরু করে পরিবারের সদস্যরা। কিন্তু ওই রাতে রেজাউলকে আর খুজে পাওয়া যায়নি।
এরপর বিষয়টি পুলিশকে জানায় পরিবারের সদস্যরা। এদিকে দুই সপ্তাহ পর সকালে আখের জমির মধ্যো মুখ গুজে পড়ে থাকা অর্ধগলিত অবস্থায় মরদেহ পাওয়ার পর মরদেহটি নিখোঁজ রেজাউলে বলে শনাক্ত করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধারের পর সুরৎহাল প্রতিবেদন করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে প্রাথমিকভাবে পুলিশ কিছুই বলতে পারেনি। বিষয়টি তদন্ত করতে শুরু করেছে পুলিশ।
নীড় পাতা / জেলা জুড়ে / নিখোঁজের ১৪ দিন পর নাটোরের নলডাঙ্গায় আখের জমি থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …