নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে এনায়েত হোসেন নামের জজ কোর্টের এক পেশকারের বাড়ীর ভেন্টিলেটর ভেঙ্গেনগদ ৩ লাখটাকা সহ ১২ ভরি স্বর্ণর গহনা চুরির ঘটনা ঘটেছে। সোমবার ভোরে উপজেলার গোপালপুর পৌরসভার বিরো পাড়া মহল্লায় এঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই কোর্টের পেশকার এনায়েত হোসেন জানান, রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে বাড়ির সব গেটে তালা দিয়ে তারা ঢাকায় যান। ওই সময় বাড়িতে কেউ ছিলনা। সোমবার ভোর সাড়ে ৪ টার দিকে ফিরে তাদের বসবাসের তিনতলার ঘরের ভেন্টিলেটর ভাঙা দেখতে পান।
ঘরে প্রবেশ করে দেখেন আলমারি ভেঙে ১২ ভরি সোনার গহনা এবং তিন লাখ টাকা নিয়ে গেছে চোরেরা। ঘটনাটি লেখিতভাবে থানায় অবগত করা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে লালপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান বলেন,বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও দেখুন
বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …