নীড় পাতা / আইন-আদালত / হালতি বিলে ভ্রাম্যমান আদালতের অভিযান

হালতি বিলে ভ্রাম্যমান আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গাঃ
শনিবার হাল‌তি বি‌লে মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাকিব- আল- রাব্বি। উক্ত অ‌ভিযা‌নে সহায়তা ক‌রেন উপ‌জেলা মৎস্য অফিসার জনাব সঞ্জয় কুমার সরকার।

এ সময় ৭০ হাজার টাকা মূল্যমানের অবৈধ বেড় জাল ও একটি নৌকা আটক করা হয়। নৌকা নিলামের মাধ্যমে ২০ হাজার টাকায় বিক্রয় করে রাষ্ট্রীয় কোষাগারে জমাদান ও উক্ত বেড় জাল উপজেলা নির্বাহী অফিসার জনসম্মুখে ধ্বংস করার আদেশ প্রদান করেন। প‌রে জাল আগুন দি‌য়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। তিনি জানান যে, অ‌বৈধ মৎস্য শিকা‌রের বিরু‌দ্ধে অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে এবং এ বিষ‌য়ে কোন রকম ছাড় দেওয়া হ‌বেনা।

আরও দেখুন

সিংড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়লো টাকা-স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক সিংড়া……………………….নাটোরের সিংড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে টাকা-স্বর্ণসহ একটি ঘরের যাবতীয় আসবাবপত্র, চাল-ডাল পুড়ে …