সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী / জামিন পেলেন বিএনপির সাবেক এমপি নাদিম মোস্তফা

জামিন পেলেন বিএনপির সাবেক এমপি নাদিম মোস্তফা

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া- রাজশাহী:
রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড. নাদিম মোস্তফা জামিন পেয়েছেন। ১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরের পর রাজশাহীর জেলা ও দায়রা জাজ আদালতের বিচারক আব্দুল হালিম তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের আদালত পরিদর্শক পরিমল চক্রবর্তী জানান, আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেছিলেন বিএনপি নেতা নাদিম মোস্তফা। আদালত তার জামিন মঞ্জুর করেছেন। পরে আদেশের কপি কারাগারে পাঠানো হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

এর আগে গত ২৩ নভেম্বর দুপুরে রাজশাহী নগরীর পাঠানপাড়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন নাদিম মোস্তফা। রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

২০১৫ সালের ৫ জানুয়ারি আলোচিত পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় মজির উদ্দীন হত্যা মামলায় নাদিম মোস্তফার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …