শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / চলনবিলে পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সফল অভিযান

চলনবিলে পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সফল অভিযান


নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় চলনবিল, আত্রাই সহ কয়েকটি নদী বেষ্টনী সিংড়া উপজেলার বিভিন্ন এলাকায় পাখি শিকারীর বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সদস্যরা। গত ১ মাসে ২০ টি অভিযানে অর্ধশত পাখি অবমুক্ত, ৩ জন পাখি শিকারীর জরিমানা এবং ৩০ টি পাখি মারার ফাঁদ ধ্বংস করে দেয় পরিবেশ কর্মীরা। এসময় স্থানীয়দের পাখি শিকারীর বিরুদ্ধে তথ্য প্রদানে উৎসাহ প্রদান এবং সচেতন করে পরিবেশ কর্মীরা।

পরিবেশ কর্মী রাজু আহমেদ, মাহিদুল ইসলাম মানিক, রবিন খান, ফজলে রাব্বি, শুভ সরকার সহ ১৫ সদস্য টিম চলনবিলের বিয়াশ, ডাহিয়া, শরিষাবাড়ি, চামারী ইউনিয়নের রোধি, পাঙ্গাশিয়া, হাতিয়ান্দহ ইউনিয়নের চকলাড়ুয়া, গুনাইখারা, সাঐল, কলম ইউনিয়নের কলম, হরিনী, তাজপুর ইউনিয়নের রাখালগাছা, বজ্রাহার এলাকায় অভিযান পরিচালনা করেন।

পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সাধারণ সম্পাদক জুনায়েদ সৈকত বলেন, ‘শীতের আগমন উপলক্ষে প্রতি বছরের ন্যায় চলনবিলের পাখি শিকার বন্ধ ও মানুষদের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ, পথসভা ও অভিযান পরিচালনা করা হচ্ছে।’

পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এসএম রাজু আহমেদ বলেন, প্রতি বছর চলনবিলে অতিথি পাখির আগমন ঘটে কিন্তু কিছু অসাধু মানুষ পাখি শিকার করে বাজারে বিক্রয় করে। পরিবেশ কর্মীদের অভিযানে পাখি শিকারীর তৎপরতা অনেক কমেছে। প্রতিনিয়ত অভিযান চালানো হচ্ছে।

উপজেলা সহকারী কমিশনার ভ‚মি আল ইমরান জানান, চলনবিলে পাখি শিকারীর বিরুদ্ধে উপজেলা প্রশাসনের সহায়তায় পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের কর্মী ও মিডিয়া কর্মীরা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তাদের কে আমরা সার্বিক সহযোগিতা করে আসছি। এতে করে পাখি শিকারীর আনাগোনা কমেছে। চলনবিলে পাখিদের নিরাপদ আবাস স্থলে পরিনত হয়েছে।

আরও দেখুন

নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …