বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ১০ টাকার টিকিট কেটে চোখ দেখালেন প্রধানমন্ত্রী

১০ টাকার টিকিট কেটে চোখ দেখালেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথালমোলজি অ্যান্ড হাসপাতালে ১০ টাকার আউটডোর টিকিট কেনার পর একজন সাধারণ রোগীর মতো তার নিজের চোখ পরীক্ষা করিয়েছেন। সরকার প্রধান শেখ হাসিনা চিকিৎসা নেওয়ার জন্য সকাল ৮টায় শেরেবাংলা নগরের এই হাসপাতালে যান। তিনি নিয়মিত এ হাসপাতাল থেকে চোখের চিকিৎসা নিচ্ছে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে পৌঁছার পর হাসপাতালের পরিচালক চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. গোলাম মোস্তফা তাকে স্বাগত জানান।
চোখের পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতাল ত্যাগের আগে প্রধানমন্ত্রী হাসপাতালের চিকিৎসক, নার্স এবং সেখানে আউটডোর সেবা গ্রহণ করতে আসা লোকজনের সঙ্গে কুশলবিনিময় করেন, চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে ছবি তোলার প্রস্তাবেও হাসিমুখে অংশ নেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …