রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে হেরোইন পরিবহনের দায়ে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত

নাটোরে হেরোইন পরিবহনের দায়ে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত

 নিজস্ব প্রতিবেদক:
নাটোরে হেরোইন পরিবহনের দায়ে তারিকুল ইসলাম (৪৪) নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আজ ৩০ নভেম্বর বুধবার দুপুরে নাটোর সিনিয়র জেলা ও দায়রা জজ শরিফ উদ্দিন এই রায় ঘোষণা করেন। রায়ে তারিকুল ইসলামকে অতিরিক্ত এক লক্ষ টাকা জরিমানা অনাদয়ে এক বছর কারাদণ্ডের আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মইনুল হক (৪৪) চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার নামোরাজারামপুর এলাকার মৃত তারিকুল ইসলামের ছেলে।

উল্লেখ্য গত বছরের ১৭ এপ্রিল রাত বারোটার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া হাটি কুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় র‌্যাব একটি অভিযান চালায়। অভিযানে ৪৮ লক্ষ টাকা মূল্য মানে ৬০০ গ্রাম হেরোইন সহ মাইনুলকে আটক করে তারা। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …