বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে ৪২ বছর বয়সে এসএসসি পাশ করলেন ইউপি সদস্য

বড়াইগ্রামে ৪২ বছর বয়সে এসএসসি পাশ করলেন ইউপি সদস্য

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
মো. ওয়ারসেল আকন্দ, বয়স ৪২ বছর, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য। ‘স্বপ্ন ও ইচ্ছেশক্তি’ এই দুইটিকে সাথে নিয়ে তিনি চেষ্টা চালিয়েছেন এবং এবারে কারিগরি বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.৬১ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তিনি স্থানীয় খাকসা-খোকসা আইটিএল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন।


সোমবার এসএসসি পরীক্ষার ফল ঘোষণার পর ইউপি সদস্য ওয়ারসেল আকন্দ তার নিজ ফেসবুক পেইজে পাস করার বিষয়টি পোস্ট করেন। তিনি লিখেন, ‘আমি এস.এস.সি পরীক্ষায় (জিপিএ ৪.৬১) পেয়েছি। মহান আল্লাহ-তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার এই পোস্টের আলোকে অন্যান্য জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা-কর্মী, বন্ধু-স্বজনরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ওয়ারসেল আকন্দ ওই ইউনিয়নের বাগডোব গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …