শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জাতীয় / আগের চেয়ে দ্রুত গতিতে মামলা নিষ্পত্তি হচ্ছে: অ্যাটর্নি জেনারেল

আগের চেয়ে দ্রুত গতিতে মামলা নিষ্পত্তি হচ্ছে: অ্যাটর্নি জেনারেল

নিউজ ডেস্ক:
ফেনী ইউনিভার্সিটি আইন বিভাগের শিক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাটর্নিজে নারেল আবু মো. আমিন উদ্দিন বলেন আদালত পাড়া থেকে জঙ্গি ছিনতাইকারীরা অল্প সময়ের মধ্যে গ্রেফতার হবে। পুলিশ দ্রুত কাজ করছে। তিনি আরও বলেন, আদালতে আগের চেয়ে দ্রুতগতিতে মামলা নিষ্পত্তি হচ্ছে। দেশের বিরুদ্ধে যারা অপপ্রচার করছে তার জবাব দিতে হবে। আইনজীবীদের বয়স নির্ধারণ নিয়ে তিনি বলেন, বুড়ো বয়সে এই পেশায় না এসে ছাত্র অবস্থায় মনস্থির করে ২৫-৩৫ এর মধ্যে আইন পেশায় আসতে হবে। শনিবার ফেনী ইউনিভার্সিটি প্রাঙ্গণে ওই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী ইউনিভার্সিটির উপচার্য এমএ জামাল উদ্দিন। এতে বক্তব্য দেন সংসদ-সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সাবেক সভাপতি এমএ ছাত্তার, সদস্য সচিব ডা. তবারক উল্যাহ চৌধুরী বায়েজীদ, সুপ্রিম কোর্টের আইনজীবী মিনহাজ চৌধুরী, ফেনী ইউনিভার্সিটি আইন বিভাগের প্রধান মনিরুজ্জামান শাহিন।

আরও দেখুন

নাটোরে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক,,,,,,, নাটোরে ট্রাকের ধাক্কায় নাঈম ইসলাম (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় …