নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:
পাবনার ঈশ্বরদী উপজেলার বীর- মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার বিশ্বাস (৮০) কে- রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করেছে ঈশ্বরদী উপজেলা প্রশাসন। সোমবার (২৮ নভেম্বর) দুপুর আড়াই টায় ঈশ্বরদী অরণকোলা গরুর হাট সংলগ্ন নূরানি হাফেজিয়া মাদ্রাসা ঈদগাহ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শুরুর আগে ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) টি,এম, রাহসীন কবীর নেতৃত্বে ঈশ্বরদী থানা পুলিশ গার্ড অব অনার প্রদান করেন। এরপর বীর-মুক্তিযোদ্ধার মরদেহে ঈশ্বরদীর রাজনৈতিক,সামাজিক এবং সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ওই মুক্তিযোদ্ধার মরদেহ যথাযোগ্য মর্যাদায় স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
বীর-মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার বিশ্বাসের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন,পাবনা-৪ আসনের সাংসদ, বীর-মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী পৌরসভার মেয়র ইসাহক আলী মালিথা, ঈশ্বরদী মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার, গোলাম মোস্তফা চান্না মন্ডল, ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ প্রমুখ।
বীর-মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার বিশ্বাস (৭৫) রোববার (২৭ নভেম্বর) দিবাগত রাতে ঈশ্বরদী পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের অরণকোলার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে, স্ত্রী অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বীর-মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার বিশ্বাস মহান মুক্তিযুদ্ধের পর ঈশ্বরদী আলহাজ্ব টেক্সটাইল মিলসে কর্মরত অবস্থায় শ্রমিকলীগের রাজনীতি করতেন। ওই সময় থেকে ঈশ্বরদী উপজেলায় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক, পরবর্তীতে আওয়া মীলীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকায় দায়িত্ব পালন করেছেন। এছাড়াও নিজ এলাকা ঈশ্বরদী শহরের অরণকোলা এলাকাতে তিনি সামাজিক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন।