নিজস্ব প্রতিবেদকঃ
নাটোর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভাকে ঘিরে মিছিলের শহরে পরিণত হয়েছে নাটোর। শনিবার বেলা ১১টার আগ থেকেই কেন্দ্রীয় নেতাদের প্রতি শুভেচ্ছা জানাতে নাটোরের এনএস সরকারী কলেজ অডিটোরিয়াম এর সামনের রাস্তায় নাটোরের ৭টি উপজেলার হাজার হাজার নেতাকর্মী জড়ো হতে থাকে। শ্লোগানে শ্লোগানে মুখর হয়ে থাকে নাটোরের প্রধান সড়ক।
১১টার দিকে সকল কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা নেতৃবৃন্দ বর্ধিত সভার উদ্দেশ্যে এনএস সরকারী কলেজ অডিটোরিয়ামে প্রবেশ করার পর সামনের রাস্তায় সাবেক প্রতিমন্ত্রী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর ৪(গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের বর্তমান সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে গুরুদাসপুর উপজেলার নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিল হতে দেখা গেছে। মিছিলের শ্লোগান ছিলো, “হঠাও কুদ্দুস বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ”, “কুদ্দুসের সভাপতিত্ব, মানিনা মানবোনা”, নৌকার বিরোধীরা, হুঁশিয়ার সাবধান” ইত্যাদি।
এ সময় দু একজনের হাতে জুতা দেখা গেলেও দ্রুত তা নামিয়ে ফেলা হয়। গুরুদাসপুর আওয়ামী লীগে টাকাওয়ালা হাইব্রীড অনুপ্রবেশ করানো ও গত উপজেলা নির্বাচনে ঘোষণা দিয়ে নৌকা বিরোধী প্রার্থীর পক্ষে ভোটের প্রচারনায় অংশ নেয়াসহ নানান অভিযোগের কারণে আব্দুল কুদ্দুসের মতো সিনিয়র এই নেতার প্রতি তারা ক্ষুব্ধ বলে জানান মিছিলকারী নেতাকর্মীরা।
মিছিলটি প্রায় এক ঘন্টার অধিক সময় বর্ধিত সভা প্রাঙ্গনের সামনের প্রধান সড়কে বার বার প্রদক্ষিণ করতে থাকে। এ সময় শহরের প্রধান প্রধান সড়ক সহ বিকল্প সবগুলো মহল্লার সড়ক সমূহে তীব্র যানজটের সৃষ্টি হয়। এরপরেও বহুবছর পর নাটোরে জেলা আওয়ামী লীগের সুষ্ঠু কাউন্সিলের মাধ্যমে সুন্দর রাজনৈতিক পরিবেশ তৈরি হোক এটাই নাটোরবাসীর চাওয়া বলে জানিয়েছেন সুধী সমাজ।