নীড় পাতা / শিরোনাম / নলডাঙ্গায় ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন অভিযান

নলডাঙ্গায় ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন অভিযান

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
মশা নিয়ন্ত্রণে ও ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে নাটোরে নলডাঙ্গা পৌরসভার। রবিবার (২০ নভেম্বর) বিকালে নলডাঙ্গা পৌরসভার মোড় এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন নলডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) রোজিনা আক্তার ও নলডাঙ্গা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির।

মেয়র মনির বলেন, ‘সারাদেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। নাটোরে নলডাঙ্গায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। মশার লার্ভা ধ্বংসে প্রতি দিন কীটনাশক স্প্রে কার্যক্রম চলবে। প্রতিটি ওয়ার্ডে সচেতনতামূলক মাইকিং করা হবে।

’তিনি আরও বলেন, ‘মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে পৌরসভার প্রতিটি মসজিদে বার্তা পাঠানো হয়েছে। ঝোপ-ঝাঁড়, জঙ্গল পরিষ্কার, ড্রেনের পানি প্রবাহ স্বাভাবিক রাখতে কাদামাটি অপসারণসহ পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হচ্ছে। সব সরকারি, স্বায়ত্ত্বশাসিত, আধা-স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ বাসাবাড়ির আঙ্গিনা নিজ দায়িত্বে পরিষ্কার রাখতে পৌরবাসীকে অনুরোধ জানানো হয়েছে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু,নলডাঙ্গা পৌরসভার ইঞ্জিনিয়ার আরিফুল ইসলামসহ নলডাঙ্গা পৌরসভার সচিব ওয়ার্ড কাউন্সিলরা।এম এম আরিফুল ইসলাম

আরও দেখুন

নাটোরে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক পূর্ব শত্রুতার জেরে নাটোরে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। …