নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় মেয়াদত্তীর্ণ কীটনাশক বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে এ জরিমানা আদায় করেন সহকারি কমিশনার (ভূমি) মো. আল ইমরান এর ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সিংড়া উপজেলার জামতলী বাজারে মেয়াদত্তীর্ণ কীটনাশক বিক্রি করছিলেন মেসার্স আমেনা ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী আবুল কালাম আজাদ (৫৫) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান বলেন, মেয়াদত্তীর্ণ কীটনাশক বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। এসময় উপজেলা কৃষি অফিসার মোঃ সেলিম রেজা উপস্থিত ছিলেন।
আরও দেখুন
বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …