শুক্রবার , এপ্রিল ১৮ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / বখাটে স্টাইলে চুল না কাটার আহ্বান নাটোর পুলিশ সুপারের

বখাটে স্টাইলে চুল না কাটার আহ্বান নাটোর পুলিশ সুপারের

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে বখাটে স্টাইলে চুল না কাটার জন্য সেলুন কারিগরদের প্রতি আহবান জানিয়েছেন নাটোরের পুলিশ সুপার। শুক্রবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সদর উপজেলায় কর্মরত সেলুন কারিগরদের উপস্থিতিতে এই নির্দেশনা দেয়া হয়।

এসময় কারিগরদের উদ্দেশ্যে পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, স্কুল কলেজ থেকে সকল পর্যায়ে আমাদের দেশীয় সংস্কৃতি ধারণ করা দরকার। পশ্চিমা সংস্কৃতি দেখে কারো উগ্রভাবে চুল রাখা মোটেও ঠিক নয়। সুন্দর করে চুল রাখা আর বখাটে স্টাইলে চুল রাখা এক বিষয় নয়। তাই জেলার সকল কারিগরদের বখাটে স্টাইলে চুল না কাটতে আহবান জানান তিনি।

আরও দেখুন

পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের জন্য বিশ্রাম,পানি ও খাবার স্যালাইনের ব্যবস্থা করলো ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের নলডাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে আসা অবিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার …