শুক্রবার , এপ্রিল ১৮ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁ / রাণীনগরে অপহৃতা স্কুলছাত্রী  ঈশ্বরদী থেকে উদ্ধার

রাণীনগরে অপহৃতা স্কুলছাত্রী  ঈশ্বরদী থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগরে অপহরনের অভিযোগে দায়েরকৃত মামলার ভিকটিম স্কুলছাত্রী (১৫)কে উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধায় পাবনার ঈশ্বরদী থানার মানিকনগর বাজার থেকে তাকে উদ্ধার করা হয়।

এঘটনায় উদ্ধার স্কলছাত্রীকে সোমবার মেডিকেল চেকআপের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।থানাপুলিশ জানায়,উপজেলার প্রত্যন্ত এলাকার জনৈক স্কুলছাত্রী গত বৃহস্পতিবার উপজেলা সদরের একটি স্কুল যায়। এর পর স্কুল গেটের সামনে থেকে অপহরনের সিকার হয়। এমন অভিযোগে স্কুলছাত্রীর মা বাদী হয়ে ওই দিন সন্ধায় ৬জনকে আসামী করে রাণীনগর থানায় অপহর মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে রোববার সন্ধায় থানাপুলিশ অভিযান চালিয়ে পাবনার ঈশ্বরদী থানার মানিকনগর বাজার থেকে কিশোরীকে উদ্ধার করে। উদ্ধার স্কুলছাত্রীকে সোমবার মেডিকেল চেকআপের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন,অপহৃতা স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও দেখুন

পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের জন্য বিশ্রাম,পানি ও খাবার স্যালাইনের ব্যবস্থা করলো ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের নলডাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে আসা অবিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার …