সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / আত্রাইয়ে সার-বীজ বিতরনের উদ্বোধন

আত্রাইয়ে সার-বীজ বিতরনের উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর আত্রাইয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরনের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় এমপি আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল।

অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, কৃষি কর্মকর্তা কে, এম কাওছার হোসেন প্রমূখ।

সংশ্লিষ্ঠরা জানান, প্রণোদনার আওতায় উপজেলার ৩হাজার ৬১০জন প্রান্তিক কৃষকদের মাঝে, গম,ভুট্রা, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম, পেঁয়াজ,মুগ, মসুর ও খেসারী বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হবে। এলক্ষে বুধবার বিতরণের উদ্বোধণ করা হয়। এছাড়া প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিল থেকে বিভিন্ন রোগে আক্রান্ত চিকিৎসা সহায়তায় ১৬জনের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …