বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে আধুনিক কৃষি যন্ত্রাংশ ও প্রনোদনা বিতরণ

বড়াইগ্রামে আধুনিক কৃষি যন্ত্রাংশ ও প্রনোদনা বিতরণ


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত কৃষি যন্ত্রাংশসহ বিভিন্ন ধরণের কৃষি প্রনোদনা বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পরিষদ চত্বরে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস।

এ সময় অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মারিয়াম খাতুন, উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা প্রমূখ উপস্থিত ছিলেন।

আধুনিক কৃষি যন্ত্রাংশের মধ্যে ফসল কাটার রিপার ও পাওয়ার টিলার বিতরণ করা হয় এবং রবি মৌসুমের গম, ভুট্টা, সরিষা, মসুর, মুগ, খেসারী ও শীতকালীণ পেঁয়াজ বীজ সহ বিভিন্ন ধরণের সার প্রনোদনা বিতরণ করা হয়।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …