নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ চত্বরে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে এ মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস। “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এই মেলায় বিভিন্ন সরকারী দপ্তর ও বেসরকারী প্রতিষ্ঠান ডিজিটাল উদ্ভাবনী বিষয়ক প্রদর্শনী করে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারিয়াম খাতুন সভাপতিত্বে সকালে উদ্বোধনী ও বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) বোরহানউদ্দিন মিঠু, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী প্রমূখ উপস্থিত ছিলেন।
আরও দেখুন
বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …