নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় বিডি ক্লিনের যাত্রা শুরু

সিংড়ায় বিডি ক্লিনের যাত্রা শুরু



নিজস্ব প্রতিবেদক:
পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন নিয়ে নাটোরের সিংড়ায় বিডি ক্লিন স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংঠনের যাত্রা শুরু
(০৪ নভেম্বর) শুক্রবার সকাল ১০টায় সিংড়া উপজেলা চত্বরে কোর্ট মাঠ পরিস্কার পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে পরিচ্ছন্নতার নেতৃত্ব দেয় নাটোর জজ কোর্টের আইনজীবী শামীম উদ্দিন প্রাং সাথে উপস্থিত ছিলেন, সিংড়া মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রবিন খান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবী ছেলে মেয়েরা।

এ বিষয়ে এডভোকেট শামীম উদ্দীন বলেন, এটা একটা স্বেচ্ছাসেবী সংগঠন আমরা চাই আমাদের শহর পরিষ্কার পরিচ্ছন্নতা থাকুক। আমরা মাসে অন্তত দুইটা করে ইভেন্ট করব এবং জনগণকে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে কাজ করা এবং  যত্রতত্র ময়লা-আবর্জনা ছুড়ে ফেলার মানসিকতা বা অভ্যাস পরিবর্তনের জন্য ডাস্টবিন ব্যবহারের জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ে পাশাপাশি পরিচ্ছন্ন সিংড়া গড়ে তোলাই বিডি ক্লিন সিংড়ার মূল লক্ষ্য।

আরও দেখুন

নন্দীগ্রামে ছিনতাই হওয়া ধানবোঝাই ট্রাকসহ তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রণবাঘা বাসস্ট্যান্ড এলাকা থেকে ছিনতাই হওয়া ধানবোঝাই ট্রাক উদ্ধারসহ তিন …