রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁ / আত্রাইয়ে মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ

আত্রাইয়ে মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর আত্রাইয়ে মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আত্রাই উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহবী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম। এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল,নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার আবুল কালাম আজাদ,আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার,নওগাঁ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলুল হকসহ প্রমূক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ১০৪ জন জীবিত মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড এবং ১২০ জন মৃত মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে শুধু ডিজিটাল সার্টিফিকেট বিতরণ করা হয়।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …