নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে স্বামীর মারধরের শিকার হয়ে সেলিনা খাতুন (২৫) নামের এক সন্তানের জননী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ী মধ্যমপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহত সেলিনা মৃত ময়চান সরদারের ছেলে ওয়াসিম সরদারের (২৮) স্ত্রী ও পার্শ্ববর্তী বাবলাতলা চরপাড়া গ্রামের আফজাল হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানান, জমিজমা নিয়ে ওয়াসিম ও তার ভাইদের মধ্যে কিছুদিন আগে ঝগড়া হয়। বিষয়টি নিয়ে ওয়াসিম ও সেলিনার মধ্যেও ঝগড়া হয়। ঘটনার দিন দুপুরে খাওয়ার সময় একই বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় ওই দম্পতির। এসময় স্ত্রীকে মারধর করে চলে যান স্বামী ওয়াসিম। এরপরে রাগে অভিমানে ঘরের দরজা বন্ধ করে ডাবের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন স্থানীয়রা।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
আরও দেখুন
বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …