বৃহস্পতিবার , এপ্রিল ৩ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবী মহিলা সমিতি ও দুস্থ মহিলা এবং শিশুদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রায় ১০০ জনকে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও এর সভাপতিত্বে চেক বিতরণ করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।

এসময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহিদা আকতার, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান, এ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা, জেলা পরিষদের নির্বাহী আফাজ উদ্দীনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির প্রতিনিধিরা।

আরও দেখুন

নাটোরের লালপুরে মসজিদে ‘জয় বাংলা’ কাণ্ডে সেই সাইনবোর্ড দান করা ব্যক্তিকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক লালপুর……………………… নাটোরের লালপুর উপজেলায় একটি মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগানসহ বার্তা প্রদর্শিত …