শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / ডুবুরি না থাকায় প্রাণ গেল নাসিমের

ডুবুরি না থাকায় প্রাণ গেল নাসিমের

নিজস্ব প্রতিবেদক,ঈশ্বরদী
পদ্মা নদীতে নৌকা ডুবে নিখোঁজের দুই ঘণ্টা পর নাসিম মল্লিক (২৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ¥ীকুন্ডা ইউনিয়নের পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। বুধবার বিকেলে ল²ীকুন্ডা ইউনিয়নের মোল্লার ঘাটে নৌকা ডুবিতে তলিয়ে যায় নাসিম। ডুবুরি না থাকায় নাসিমকে বাঁচানো যায় নাই।
নিহত নাসিম উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গ্রামের আইনুল মল্লিকের ছেলে। সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতলেবুর রহমান মিনহাজ জানান, এই এলাকা থেকে ৩০/৩৫ জনের একটি দল পদ্মা নদীর ওপারে পেঁয়াজ লাগাতে যান। ফেরার পথে অতিরিক্ত ভারে পাড়ের কাছে নৌকাটি উল্টে যায়। এ সময় সবাই সাঁতরে ওপরে উঠলেও নাসিম পানিতে তলিয়ে যান। ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেয়ার পরও কোনো ডুবুরি না থাকায় তাদের আসতে বিলম্ব দেখে স্থানীয়রা নদীতে জাল ও বরশি ফেলে উদ্ধার চেষ্টা চালান। অবশেষে সন্ধ্যার পরে বরশিতে নাসিমের মরদেহ উঠে আসে।
ঈশ্বরদী ইপিজেড ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার সাহেব আলী জানান, খবর পেয়ে ঈশ্বরদী ইপিজেড ফায়ার সার্ভিসের কর্মীরা ডুবুরির জন্য অপেক্ষা করছিল। রাজশাহী থেকে ডুবুরি আসার আগেই এলাকাবাসী নিহতের মরদেহ উদ্ধার করে।
তিনি আক্ষেপ করে বলেন, ঈশ্বরদী একটি গুরুত্বপূর্ণ উপজেলা হওয়া সত্তে¡ও এখানে কোনো ডুবুরি নেই। পাবনা জেলায় এই পদে কাউকে নিয়োগ দেয়া হয়নি। রাজশাহী থেকে ডুবুরি আসতে ২/৩ ঘণ্টা লেগে যায়। এখানে প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরি থাকলে হয়ত ডুবে যাওয়া ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে জীবিত উদ্ধার করা সম্ভব হতো।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নৌপুলিশের অনুমতিক্রমে নাসিমের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ##

আরও দেখুন

নাটোরে স্ত্রীর সামনে স্বামীকে মারধর ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে এক স্বামীকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *