মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জে কাগজ মূলে জমি সুষম বন্টনের দাবীতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে কাগজ মূলে জমি সুষম বন্টনের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মহানন্দা নদী গর্ভে বিলিন হওয়া ও জেগে ওঠা চরাভূমি মানুষের কাগজ মূলে জমি সুষম বন্টনের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে নদী গর্ভে বিলিন হওয়া সাধারণ মানুষ।

এ উপলক্ষে আজ সোমবার দুপুর ১২ টার দিকে ভোলাহাট উপজেলা পরিষদ চত্বরের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে ভোলাহাট মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলর সাবেক কমান্ডার বীর  মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মেসের আলী, বীর মুক্তিযোদ্ধা আফসার হোসেন, বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, বিআরডিবির সাবেক পরিদর্শক মো. গোলাম মোস্তফা, ভোলাহাট জামবাড়িয়া মহাবিদ্যালয়ের প্রভাষক তরিকুল ইসলাম, দলদলি ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুর রাজ্জাক, এলাকাবাসী সোহেল রানাসহ অন্যান্যরা। মানববন্ধনে এলাকার প্রায় ২ শতাধিক জনগন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মহানন্দা নদী গর্ভে বিলিন হওয়া ও জেগে ওঠা চরাভূমি মানুষের কাগজ মূলে জমি সুষম বন্টনের দাবী জানান। স্থানীয় প্রভাবশালীরা ওই জমিগুলো দখল করেন চাষাবাদ করছে। এতে জমির মালিকরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে জমিগুলো উদ্ধার করে জমির মালিককে বুঝি দিবে প্রশাসন।

পরে নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

আরও দেখুন

সিংড়ার শুকাশ ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংড়া উপজেলার শুকাশ ইউনিয়নে সেটআপ প্রোগ্রাম (কমিটি গঠন) সম্পন্ন হয়েছে। …