শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড ও সনদ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড ও সনদ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ৫’শ ৪২ জন বীরমুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড ও সদন বিতরণ করা হয়েছে। আজ সোমবার বেলা সকাল সাড় ১০ টার দিকে চাঁপাইনবাবগঞ্জর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে এ সব বিতরণ করা হয়। বীরমুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড ও সার্টিফিকেট কার্ড  বিতরণ করেন উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার মোঃ রওশন আলী।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমীন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আলাউদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।

শেষে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ২’শ ৭৬ জন বীরমুক্তিযোদ্ধাকে স্মার্ট কার্ড ও সনদ এবং ২’শ ৬৬ জন মৃত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে সনদ বিতরণ করেন অতিথিরা। এসময় সরকারি কর্মকর্তা ও জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …