নিজস্ব প্রতিবেদক:
মানবিক সেবা ফাউন্ডেশনের সম্পূর্ণ বিনামূল্যে হতদরিদ্র ও অসহায় মানুষদের চোখের ছানি অপারেশন করা হয়েছে। ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে তৃতীয়বারের মতো এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। আজ ১৩ অক্টবর বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে নাটোর শহরের স্টেশন বাজার এলাকায় মেডিসিটি ডায়াগনস্টিক সেন্টারে বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
মানবিক সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহাদাৎ উল্লাহ নূর সুমনের তত্ত্বাবধানে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। মানবিক সেবা ফাউন্ডেশন অন্যতম দাতা সদস্য হাবিবুর রহমান অপু চাকলাদা, বড়াইগ্রামের উপদেষ্টা পরিষদের উপদেষ্টা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া প্রবাসী এম ওয়াহিদ রহমান, মানবিক সেবা ফাউন্ডেশনের উপদেষ্টা লন্ডন প্রবাসী আশরাফুল ইসলাম, লন্ডন প্রবাসী তাহমিনা কবির, মামুন মোল্লা ও মোহাম্মদ হাসানের ডোনেশনে মানবিক সেবা ফাউন্ডেশন এই ক্যাম্পেইনের আয়োজন করে।
মানবিক সেবা ফাউন্ডেশনের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আজ নাটোরে হতদরিদ্র ও নিম্ন আয়ের ২০ জন মানুষকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন ক্যাম্পেইন এ সেবা প্রদান করা হয়।
মানবিক সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহাদাৎ উল্লাহ নূর সুমন জানান, আজ তৃতীয় বারের মত হতদরিদ্র ও অসহায় মানুষদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন ক্যাম্পেইন পরিচারনা করা হচ্ছে। সামনের দিন গুলোতেও এই ক্যাম্পেইন অব্যহত থাকবে।
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে বিনামূল্যে হতদরিদ্র ও অসহায় মানুষদের চোখের ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত
আরও দেখুন
নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …