নিজস্ব প্রতিবেদক:
নাটোর স্টেশন রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে নাজমুল হাসান(৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। আজ ১২ অক্টোবর বুধবার রাত আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আজ রাত আটটার দিকে পার্বতীপুর থেকে খুলনা গামি রকেট এক্সপ্রেস ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে যায়। ট্রেনটি চলে যাওয়ার পর বাফার গোডাউন এলাকায় হোম সিগন্যালের কাছে ট্রেনে কাটা এক যুবকের মরদেহ দেখতে পায় এলাকাবাসী । পরে এলাকাবাসী জিআরপি পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে নাটোর স্টেশনে নিয়ে যায়। নিহত নাজমুল বড়াইগ্রাম উপজেলার পারকোল গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
নিহতের ভাই জানান, নাজমুল আজ বিকেলে বড়াই গ্রামের পারকোল নিজ বাড়ি থেকে তার বোনের বাড়ি নাটোর সদরের হালশায় বেড়াতে গিয়েছিল। কিভাবে সে নাটোর স্টেশনে গেল তা তারা জানেনা।
তিনি আরো জানান, দুই সন্তানের জনক নাজমুল মানসিক ভারসাম্যহীন ছিল।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …