নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নারদ নদ রক্ষায় মহামান্য উচ্চ আদালতের রায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। সকালে শহরের প্রেসক্লাব এলাকায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা ও বেলা নেটওয়ার্কের উদ্যোগে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বেলা’র বিভাগীয় সমন্বয়কারী তন্ময় স্যানাল, নাটোর এনজিও এ্যাসোসিয়েশনের সভাপতি প্রভাতী বসাক , সাধারণ সম্পাদক শিবলি সাদিক, কসমস সংস্থার নির্বাহী পরিচালক মেহনাজ মালা ও নিডা’র নির্বাহী পরিচালক জাহানারা বিউটিসহ অন্যরা।
মানববন্ধনে বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধি ছাড়াও সুশীল সমাজ ও শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় বক্তারা অবিলম্বে দখল দূষণ বন্ধ করে নারদ রক্ষায় দ্রুত রায় কার্যকরের দাবি জানান বক্তারা।
আরও দেখুন
নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …