নিজস্ব প্রতিবেদক:
নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া বাজারে গতকাল (৮ অক্টোবর) শনিবার রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এলাকাবাসী জানায়, আব্দুল আজিজ মার্কেটের ১৩ দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে এবং আরও উল্লেখযোগ্য সংখ্যক দোকানপাটে ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক সাড়ে বারোটায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। পরে বিকট শব্দে মুহূর্তেই ঘটনাটি ছড়িয়ে পড়ে এলাকায়। তাৎক্ষণিক এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আগুন তীব্রতর হওয়ায় তা সম্ভব হয়নি। পরে রাত দেড়টায় নাটোর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত দোকানদাররা জানান, মার্কেটে মুদি, গার্মেন্টস, হার্ডওয়ার, টি-স্টল, সু-স্টোর, কীটনাশকের দোকান ছিল। দোকান ঘরগুলোতে তৈলাক্ত এবং প্লাস্টিক পণ্য বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।
সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান ওমর আলী প্রধান। তিনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে ১৩ হাজার টাকা প্রদান করেন।
আরও দেখুন
৯ম আয়ুর্বেদ দিবস উদ্যাপন
নিউজ ডেস্ক,,,,,,,,,, বিশ্বস্বাস্থ্যের জন্য আয়ুর্বেদ উদ্ভাবন” প্রতিপাদ্য নিয়ে ঢাকায় ৯ম আয়ুর্বেদ দিবস উদ্যাপন করা হয়েছে।২৯ …