শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ সভাপতিসহ নিহত- ২

গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ সভাপতিসহ নিহত- ২


নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে গুরুদাসপুরের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আরও এক আরোহী গুরুত্বর আহত হয়েছেন। গত শনিবার রাত ৭টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নে মুন্নার মোড়ে (কুষ্টিয়া-নাটোর) মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গুরুদাসুপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের মোল্লাবাজার এলাকার শফিকুল ইসলামের ছেলে ইসতিয়াক আহমেদ আশিক (২৯), নাজিরপুর ইউনিয়নের জুমাইনগর গ্রামের আহসান হাবিবের ছেলে ও নাজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন আহমেদ (২৭) এবং আহত আরিফুল ইসলাম (২৬) নাজিরপুর ইউনিয়নের রাণীনগর এলাকার আব্দুল মজিদের ছেলে।

জানা যায়, ইশতিয়াকের জন্মদিন উপলক্ষ্যে বিকেলে ২টি মোটরসাইকেলে ৫ জন ঘুরতে বের হন। এরপরে মুন্নার মোড়ে কুষ্টিয়া থেকে রাজশাহীগামী মৌসুমি পরিবহন (ঢাকা মেট্রো ব- ১৪-২৭২১) বাসের সাথে কুষ্টিয়া অভিমুখী ওই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ইশতিয়াকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সালাউদ্দিন ও আরিফুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সালাউদ্দিন মারা যান। আহত আরিফুলের চিকিৎসা চলছে হাসপাতালে। তবে সৌভাগ্যবশত অপর মোটরসাইকেলের ২ আরোহী আংকন আহমেদ ও আব্দুর রশিদ তারা এ দুর্ঘটনা থেকে বেঁচে যান।

নিহতের ঘটনায় পরিবার ও এলাকায় চলছে শোকের মাতম।

আরও দেখুন

নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …