নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম পৌরসভার উদ্যোগে ‘নির্ভূল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, জন্ম-মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইন ও আলোচনা সভার মধ্য দিয়ে জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পৌর সভাকক্ষে মেয়র মাজেদুল বারী নয়নের সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিনের সঞ্চালনায় প্যানেল মেয়র ফজের, ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম, দিল মোহাম্মদ চৌধুরী, আতোয়ার রহমান লিটন ও জাহিদুল ইসলাম বক্তব্য রাখেন।
পরে মেয়র জন্ম নিবন্ধন ক্যাম্পেইনে অংশ নিয়ে নিবন্ধন করা শিশুদের অভিভাবকের হাতে জন্ম সনদ ও উপহার তুলে দেন। এর আগে মেয়র মাজেদুল বারী নয়নের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বড়াইগ্রাম পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আরও দেখুন
নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …