বৃহস্পতিবার , মে ২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

নন্দীগ্রামে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে একটি র‌্যালি বের হয়। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, মোরশেদুল বারী, আব্দুল মতিন ও আবুল কালাম আজাদ প্রমুখ।

জন্ম ও মৃত্যু নিবন্ধনে নন্দীগ্রাম পৌরসভা প্রথম স্থান অধিকার করায় নন্দীগ্রাম পৌরসভাকে পুরস্কার প্রদান করা হয়েছে। পুরস্কারটি গ্রহণ করেন নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও দেখুন

হিলি দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক:মহান আর্ন্তজাতিক পহেলা মে দিবস উদযাপন উপলক্ষে এক দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের …