সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / লালপুরে চাঁদাবাজ ও মিথ্যা মামলাবাজদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

লালপুরে চাঁদাবাজ ও মিথ্যা মামলাবাজদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরের কদিমচিলান এলাকার সন্ত্রাসী ও চাঁদাবাজ সহ দুই মিথ্যা মামলাবাজকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসি। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কদিমচিলান নতুন বাজার এলাকার বনপাড়া-পাবনা মহাসড়কের পাশে এ মানববন্ধন কর্মসূচির পালন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন কদিমচিলান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুর রহমান, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উসমানগনি, সাবেক ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সামসুর রহমান সমু, নগর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আতাহার আলী প্রমুখ।

বক্তারা বলেন, ওই এলাকার রুহুল আমিন ও আলম সহ তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, বাড়িঘর ভাংচুর, চাঁদা আদায়ের জন্য মারপিট সহ এলাকায় অসহায় ও গন্যমান্য ব্যক্তিদের মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করে। রুহুল আমিন সহ তাদের সহযোগীগের গ্রেফতারের দাবি জানান বক্তারা। এবিষয়ে রুহুল আমিন বলেন,আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …