নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

নাটোরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত


নিজস্ব প্রতিবেদক:
“চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় উৎপাদনশীলতা” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ কুটির শিল্প কর্পোরেশনের সহযোগিতায় এই উপলক্ষে আজ ২ অক্টোবর রবিবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসিন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) নাদিম সারোয়ার, প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী, বিসিক এর উপ ব্যাবস্থাপক দিলরুবা দীপ্তি সহ বিভিন্ন ব্যবসায়িরা উপস্থিত ছিলেন।

এই সময় বক্তারা বলেন, শিল্পকে আধুনিকীকরণ করতে পারলে উৎপাদনশীলতা আরো বৃদ্ধি পাবে। সরকারি ভাবে কম সুদে ঋণ পেলে উদ্যোক্তা আরো বৃদ্ধি পাবে। দেশে শিল্প কারখানা বেড়ে গেলে বেকার সমস্যা দূর হবে।

আরও দেখুন

নাটোরে প্রচারণাকালে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ 

নিজস্ব প্রতিবেদক: নাটোর সদর উপজেলার প্রতিদ্বন্দ্বী ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে …