নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে সরকারী চাকুরীজীবিদের সম্মিলিত অধিকার আদায় ফোরামের ৭ দফা দাবীতে মানববন্ধন

নাটোরে সরকারী চাকুরীজীবিদের সম্মিলিত অধিকার আদায় ফোরামের ৭ দফা দাবীতে মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল ঘোষনা, অন্তবর্তীকালীন সময়ের জন্য ১০-২০ গ্রেডের কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদান, টাইম স্কেল, সিলেকশন গ্রেড পূনঃবহাল, সচিবালয়ের ন্যায় পদ পদবী এবং এক ও অভিন্ন নিয়োগবিধি বাস্তবায়নসহ ৭ দফা দাবীতে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১০ টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে এই মানববন্থন কর্মসুচি পালন করা হয়। ১০-২০ গ্রেডের সরকারী চাকুরীজীবিদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম জেলা শাখার ব্যানাওে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদের সভাপতি নিজামুল হক, সাধারণ সম্পাদক নবী হোসেন, সিনিয়র সহ-সভাপতি হাসিবুল হুসাইন, সাংগঠনিক সম্পাদক আলতাব হোসেন।

বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের স্থান নাই উল্লেখ করে বক্তারা বলেন, বৈষম্য দুরীকরনে তারা আজ মাঠে নেমে পড়েছে। তাদের দাবী ন্যায় সঙ্গত। দ্রত তাদের দাবী মেনে নেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ করেন। দাবী আদায় না হলে তারা আরো কঠোর আন্দোলনে যাবেন বলেও হুশিয়ারী দেন।

আরও দেখুন

অবশেষে উচ্চ আদালতের আদেশে প্রতীক পেলেন ফরিদা!

নিজস্ব প্রতিবেদক:উচ্চ আদালতের আদেশে নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেয়ে প্রতীক বরাদ্দ পেলেন …